ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

খুলনা মহানগরীর ট্রাফিক ব্যবস্থা সিগন্যাল বাতি নষ্ট(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ৮ এপ্রিল ২০১৮

প্রায় এক যুগ ধরে সিগন্যাল বাতি ছাড়াই চলছে খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কের ট্রাফিক ব্যবস্থা। বাতিগুলো অকেজো থাকায় বিশৃঙ্খলভাবে যানবাহন চলাচল করায় সৃষ্টি হয় যানজট; প্রায়ই ঘটে দুর্ঘটনা। ফলে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। সিটি মেয়র জানিয়েছেন, এ’ ব্যাপারে প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

১৯৮৬ সালে খুলনা নগরীর ১৬টি পয়েন্টে সিগন্যাল বাতি চালু করা হয়। তবে, কিছুদিন পরেই নষ্ট হয়ে যায় বাতিগুলো। পরে নতুন করে বসানো হলেও, পদ্ধতিগত ত্র“টির কারণে ২০০৫ সালের মধ্যে নষ্ট হয়ে যায় সবগুলো সিগন্যাল বাতি।

এরপর শহর সম্প্রসারণ হলেও, নতুন করে বসানো দূরের কথা; পুরনো সিগন্যাল বাতিগুলোও সংস্কার করা হয়নি। ফলে সিগন্যাল বাতি ছাড়াই চলছে মহানগরীর ট্রাফিক ব্যবস্থা। এতে নগরীতে যানজটের পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

ট্রাফিক বিভাগ বলছে, সিগন্যাল বাতি ছাড়া সীমিত জনবল দিয়ে রাস্তার শৃঙ্খলা রক্ষায় হিমশিম খেতে হয় তাদের।

তবে, আশার কথা শোনালেন সিটি মেয়র। এ’ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছেন তিনি।

দুর্ঘটনা এড়ানো এবং যানজটমুক্ত শহর গড়তে দ্রুত আধুনিক সিগন্যাল বাতি বসানোর দাবি খুলনাবাসীর।


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি