ঢাকা, রবিবার   ১৭ আগস্ট ২০২৫

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮, ১৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুমন (২৭) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১টার দিকে শম্ভুগঞ্জ এলাকার শাইখ সিরাজ সড়কের মাথায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

সুমন চরকালীবাড়ি এলাকার গোলাম মোস্তফার সন্তান।
পুলিশের দাবি, বন্দুকযুদ্ধ চলাকালে নিহত সুমন নিজেদের গুলিতেই নিহত হয়েছে। এসময় ইলিয়াছ মিয়া ও রানাউল ইসলাম নামের দুই কনস্টেবল আহত হন। নিহতের বিরুদ্ধে মাদক, চুরি ও ডাকাতিসহ ১০টির বেশি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, শম্ভুগঞ্জ এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদ পেলে ওই এলাকার কিশোরগঞ্জ সড়কের শাইখ সিরাজ রোডের মাথায় ডিবি’র দুইটি টিম পৌঁছানো মাত্রই মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ও ইটপাটকেল মারতে থাকে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে সুমনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এসময় তার হেফাজতে থাকা চার কেজি গাঁজাও জব্দ করা হয়। চিকিৎসার জন্য সুমনকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি