ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫

বরগুনায় জাল টাকাসহ যুবক আটক

প্রকাশিত : ১২:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বরগুনা সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৮ হাজার টাকার জাল নোটসহ রুহুল আমিন নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বরগুনা জেলা গোয়েন্দা শাখার ওসি হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা এলাকার এগ্রোসার্ভিস সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক রুহুল আমিনের বাড়ি বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া গ্রামের। তার বাবার নাম সেলিম মিয়া।

ওসি হারুন-অর-রশিদ জানান, ১ হাজার টাকার ১৮টি জাল নোটসহ তাকে আটক করা হয়েছে। ভাড়ায় মোটর সাইকেল চালানোর পাশাপাশি রুহুল আমিন দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা চালিয়ে আসছে। আটক রুহুল আমিনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আজ শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি