ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫

সীমান্তে বিজিবির গুলি, ১২০০ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রকাশিত : ১৩:৪৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহীর পদ্মার চলে ভারতীয় চোরাকারবারিরা প্রবেশের সময় বিজিবি ফাঁকা গুলি চালায়। শুক্রবার গভীর রাতে বিজিবির গুলির শব্দে চোরাকারবারিরা এক হাজার ২০০ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পদ্মা নদীর ১০নং চর সীমান্ত দিয়ে মাদক পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ১০ সদস্যের একটি বিশেষ টহল দল ৬৮/৬-এস নম্বর পিলারের পূর্ব বাথানবাড়ী এলাকায় অবস্থান নেয়। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ মাদক পাচারকারি দল ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বাধা দিতে গেলে তারা বিজিবির ওপর হামলার চেষ্টা চালায়। পরে তার নির্দেশে টহল দলের সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে মাদক পাচারকারিরা ফেনসিডিল ফেলে ভারতের ভেতরে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থল থেকে এক হাজার ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি