ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫

হবিগঞ্জে মাটিচাপায় নিহত ১

প্রকাশিত : ১৫:২৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

হবিগঞ্জের গরুর বাজার এলাকায় খোয়াই নদীর চরে মাটিচাপায় জনি মিয়া (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার এসআই সাহিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জনি মিয়া সদর উপজেলার রিচি গ্রামের তৈয়ব আলীর ছেলে বলে জানা গেছে।

এসআই সাহিদ মিয়া বলেন, শনিবার সকালে জনিসহ পাঁচ-ছয়জন শ্রমিক গরুর বাজার এলাকায় খোয়াই নদীর চরে মাটি তুলছিলেন। মাটি তুলতে তুলতে গর্তের ভেতরে ঢুকে পড়েন তারা। এক পর্যায়ে ওপর থেকে মাটি ধসে পড়লে তারা মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয় লোকজন গিয়ে তাদের উদ্ধার করার আগেই ঘটনাস্থলে জনির মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আরও দুইজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি