ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫

দখলমুক্ত হলো দেওনাই নদী

প্রকাশিত : ২১:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

নীলফামারী ও ডোমার উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া দেওনাই নদীটি দখলমুক্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মজিবুর রহমান দুই উপজেলার লক্ষ্মীচাপ-হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ি এলাকার দেওনাই নদীর তীরে গিয়ে সহস্রাধিক এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নদীটি দখলমুক্ত ঘোষণা করেন।

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলেন, নদীর মালিক দেশের জনগণ। কেউ দখল করতে চাইলে তা হতে দেওয়া হবে না। সারাদেশে নদী দখলমুক্ত ও রক্ষার কাজ শুরু হয়েছে। এটিই দেশে প্রথম। আমরা চাই সারাদেশের মানুষ এভাবেই নদী দখলমুক্ত করতে এগিয়ে আসুক।

এসময় জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুর আলম, ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ফাতিমা, নির্বাহী প্রকৌশলী আব্দুল আল মামুন, সাংবাদিক ও উন্নয়নকর্মী নাজমুল ইসলাম নিশাত, শিক্ষক আব্দুল জলিল প্রমুখ বক্তব্য রাখেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি