ঢাকা, মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫

কলারোয়ায় পালিত হলো শিবরাত্রী

প্রকাশিত : ১৬:৫৭, ৫ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ার বিভিন্ন এলাকায় পালিত হলো সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শিবরাত্রি। উপজেলার দক্ষিণ জয়নগর গ্রামের নিরঞ্জন ঘোষের বাড়িতে আনুষ্ঠানিকভাবে প্রতিবছরের ন্যায় পালিত হয়েছে শিব চতুর্দশী।

সোমবার (৪ মার্চ) সন্ধায় শুরু করে রাতব্যাপি চলে এই ধর্মীয় অনুষ্ঠান। সন্ধ্যায় হরিনাম সংকীর্তন, প্রসাদ বিতরণ ও সকালে পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুরূপভাবে উপজেলার বিভিন্ন এলাকায় শিব চতুদর্শী পালিত হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত পালন করা হয়ে থাকে। রাত্রি জাগরণ করে, চার প্রহরে চারবার শিবপূজা করতে হয়। তার আগের দিন হবিষ্যান্ন করতে হয়। এই পূজায় গঙ্গামাটি,শুদ্ধমাটি, বিল্বপত্র,গঙ্গাজল, ফুল, দুগ্ধ, দধি, ঘৃত, মধু, কলা, ডাব, নারকেল ইত্যাদির প্রয়োজন হয়। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ শ্রেষ্ঠ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি