মির্জাপুরে বাসচাপায় নিহত ১
প্রকাশিত : ০৮:৫০, ৭ মার্চ ২০১৯ | আপডেট: ০৮:৫১, ৭ মার্চ ২০১৯
টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়ক পারাপারের সময় বাসের চাপায় নকুল চন্দ্র সাহা (৬০) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম মো. কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নকুল চন্দ্র সাহার বাড়ি পাকুল্যা কর্মকার পাড়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নকুল চন্দ্র সাহা মহাসড়ক পাড় হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুত গতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে নকুল চন্দ্র সাহা আহত হলে স্থানীয়রা উদ্ধার করে জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একে//
আরও পড়ুন










