ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

মৃত্যুফাঁদ ভৈরব রেল জংশন (ভিডিও)

প্রকাশিত : ১৮:২০, ৯ মার্চ ২০১৯

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। এক বছরে শিশুসহ ১২০ জন নারী-পুরুষ ট্রেনে কাটা পড়ে মারা গেছে। চলন্ত ট্রেনে ওঠানামা, ছাদে ভ্রমণসহ যাত্রী ও পথচারীদের অসাবধানতাই দুর্ঘটনার কারণ বলছেন সংশ্লিষ্টরা।

ঢাকা থেকে রেলপথে চট্টগ্রাম-সিলেট, কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ যাতায়াতে ভৈরব গুরুত্বপূর্ণ জংশন। এই জংশন এলাকায় প্রায়ই ঘটছে ট্রেনের ধাক্কা বা কাটা পড়ে মৃত্যুর ঘটনা।

২০১৭ সালে ট্রেনে কাটা পড়ে মারা যায় ৯৯ জন। আর ২০১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মারা যায় ১২০ জন। এর মধ্যে ৮৯ জন পুরুষ ও ৩১ জন নারী।

নিষেধাজ্ঞা না মেনে ছাদ বা দুই বগির সংযোগস্থল অথবা দরজার মুখে ঝুলন্ত অবস্থায় ভ্রমণ, চলন্ত ট্রেনে ওঠানামা, রেল লাইন পারাপারে অসাবধানতা, মোবাইলে কথা বলতে বলতে লাইনে হাঁটা আর সাবধান না হয়ে সেলফি তোলার কারণেই এসব দুর্ঘটনা ঘটছে বলে জানান সংশ্লিষ্টরা।

দুর্ঘটনা রোধে মাইকিংসহ যাত্রীদের সতর্ক করার উদ্যোগও নিয়েছে কর্তৃপক্ষ।

ঝুঁকিপূর্ণ রেল ভ্রমণে বিরত থাকা ও সাবধনতা অবলম্বনের মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি