ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

নড়াইলে ১০ দিনব্যাপী সুলতান মেলার পরিসমাপ্তি

প্রকাশিত : ১৮:৩৯, ১২ মার্চ ২০১৯

নড়াইলে ১০ দিনব্যাপী সুলতান মেলা শেষ হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে সুলতান পদক প্রদানের মধ্য দিয়ে শেষ হয় এই মেলা।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারকে সুলতান স্বর্ণ পদক-২০১৯ প্রদান করেন। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস,পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার),জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত ৩ মার্চ বিকেলে সুলতান মঞ্চ চত্বরে ১০ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন করা হয়। মেলায় কুস্তি, ষাঁড়ের লড়াই, দড়ি টানাটানি,ভলিবল প্রতিযোগিতা, আর্চারি, কাবাডি, লাঠিখেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্রপ্রদর্শনী, আবৃত্তি, নাটক, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন গ্রামীণ খেলাধূলার আয়োজন করা হয়।

এছাড়া মেলায় বিভিন্ন পণ্যের বেচাকেনা জমে উঠে। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৪ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে জেলা প্রশাসন ও  এসএম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগ সুলতান মেলা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, এসএম সুলতান ১৯২৪ সালের ১০আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একুশে পদক,স্বাধীনতা পদকসহ বিভিন্ন পদকে ভূষিত হন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন । 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি