ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনি, আরও এক যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ২৩ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরের কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে আব্দুল্লাহ নামে আরও এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় দুইজন নিহত হলো। 

এ ব্যাপারে কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

নিহত আব্দুল্লাহ তুমুলিয়া ইউনিয়নের বান্দাখোলা এলাকার বাসিন্দা। 

এ ঘটনায় আহতরা হলেন রিফাত ও রুবেল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শামসুদ্দিন মোল্লার গোয়ালঘরে একদল চোর হানা দেয়। এসময় স্থানীয়রা চোর চক্রের ৪ জনকে ধরে ফেলেন। এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে শান্ত নামে একজন ঘটনাস্থলেই মারা যান।  তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান আব্দুল্লাহ। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, এই ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি