ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

নিহত ৩ নির্মাণ শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৩, ২৩ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের নবম তলায় থেকে ছিটকে পড়ে নিহত নোয়াখালীর সুবর্ণচরের ৩ নির্মাণ শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

বুধবার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে নিহত নির্মাণ শ্রমিক মো. হাসান, ফখরুল ইসলাম ও রাশেদের বাড়ি গিয়ে ছাত্রদল নেতা নাছিরের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল।

নাছির উদ্দিন নাছির আর্থিক সহযোগিতার পাশাপাশি নিহত নির্মাণ শ্রমিক রাশেদের নবজাতক শিশুর দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিয়েছেন।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি