ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

নাটোরে অরক্ষিত ২০ লেভেল ক্রসিং (ভিডিও)

প্রকাশিত : ১০:২৪, ১৭ মার্চ ২০১৯ | আপডেট: ১২:৩৩, ১৭ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

নাটোরের রেলপথের কমপক্ষে ২০টি লেভেল ক্রসিংয়ে কোন গেটম্যান নেই। তাই ঝুঁকি নিয়েই পথচারীসহ যানবাহন চলাচল করছে। ঘটছে দুর্ঘটনা। অরক্ষিত এসব লেভেলক্রসিংয়ে সর্তক সাইনবোর্ড দিয়েই দায়িত্ব শেষ করেছে রেল কর্তৃপক্ষ। অবশ্য কর্মকর্তারা বলছেন, বেশ কিছু লেভেল ক্রসিংয়ে লোকবল নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে।

নাটোর জেলার রেলপথের মালঞ্চি-নাটোর ও নাটোর-আব্দুলপুর-রাজশাহী রেলপথের লোকমানপুর স্টেশন পর্যন্ত ১০টি লেভেল ক্রসিংয়ের ৯টিতেই গেটম্যান নেই। কোনো গেটম্যান নেই ঈশ্বরদী বাইপাস-নাটোর ও আহসানগঞ্জ রেলপথের বীরকুৎসা স্টেশন পর্যন্ত আরো ১০টিতেও। এসব লেভেল ক্রসিং অরক্ষিত থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন এবং শিশু ও শিক্ষার্থীসহ পথচারীদের।

রাতে ট্রেনের আলো দেখে ও দিনে শব্দ শুনে পারাপার হতে হয়। এসব অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত কয়েক বছরে দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।

যতো দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন নাটোর রেল স্টেশনের এই কর্মকর্তা।

বিস্তারিত দেখতে ভিডিও দেখুন :

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি