ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

সাভারে গাড়ির চাপায় নিহত ১

প্রকাশিত : ১৮:৩৩, ১৭ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার উপকন্ঠ শিল্পাঞ্চল সাভারে ট্রাক চাপায় `পাঠাও` মোটরসাইকেল চালক নিহত হয়েছে। রোববার দুপুরে সাভারের আমীন বাজার মফিদ-ই-আম স্কুলের সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওয়ালিদ চৌধুরী রাজধানী ঢাকার পল্লবী থানা এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে। সে নিজের মোটরসাইকেল দিয়ে রাইড শেয়ারিং কোম্পানি পাঠাওয়ের মাধ্যমে যাত্রীদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতেন।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, আব্দুল ওয়ালিদ রাতে সাভারের হেমায়েতপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আসেন। সেখান থেকে রাজধানীতে ফেরার পথে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক ও হেল্পাকে আটক করতে পারেনি।

সাভার আমীনবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপালে প্রেরণ করা হয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি