ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

রাঙামাটিতে আ.লীগ নেতা খুন

প্রকাশিত : ১১:৩৫, ১৯ মার্চ ২০১৯ | আপডেট: ১৪:১৪, ১৯ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেজ কান্তি তঞ্চঙ্গ্যা নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার আলিখ্যং এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। বিলাইছড়ি থানার ওসি পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেজ কান্তি তংচংগ্যা উপজেলার ফারুয়া ইউনিয়নের নিজ এলাকায় নির্বাচনী কাজ শেষ করে মঙ্গলবার সকালে বিলাইছড়ি উপজেলা সদরে ফিরছিলেন। অলিখ্যং এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা সুরেজ কান্তি তংচংগ্যাকে নৌকা থেকে নিয়ে গিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যায় নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি