ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

সুনামগঞ্জে আ.লীগ নেতা খুন

প্রকাশিত : ১১:৫৭, ১৯ মার্চ ২০১৯ | আপডেট: ১২:৪৬, ১৯ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

সুনামগঞ্জ সদর উপজেলায় আওয়ামীলীগ নেতা জয়নাল মিয়াকে (৫০) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ধলাইপাড় গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সদর থানার ওসি মো. শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জয়নাল মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সে ইসলামপুর গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে সেলিম মিয়া (২৬), শাহীন (৪০), ইসলামপুরের সাগর মিয়া (১৭) এবং জগন্নাথপুর উপজেলার রবি (২৫) নামে ৪ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ধলাইপাড়ের শওকত মিয়া তার বাড়ির আম গাছের নীচে জয়নাল মিয়ার লাশ দেখতে পেয়ে পুলিশে ফোন দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

ওসি মো. শহীদুল্লাহ জানান, জয়নাল মিয়ার শরীরের ৩ স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ করা হলে নিহতের কারণ জানা যাবে বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি