ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

বেনাপোলে ১০ হাজার মার্কিন ডলারসহ আটক ১

প্রকাশিত : ১৬:৩৬, ১৯ মার্চ ২০১৯ | আপডেট: ১৭:৫৫, ১৯ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে দশ হাজার মার্কিন ডলারসহ কবির মাতব্বর (৪০) নামে এক যাত্রীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল জব্দ করা হয়। যা বাংলাদেশি টাকায় ৮ লাখ ৪০ হাজার টাকা।

মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্ট প্যাসেজ্ঞার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক কবির মাতব্বর ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মালিগাম গ্রামের মুনসুর আলীর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, এক পাসপোর্টযাত্রী বিপুল পরিমান মার্কিন ডলার নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে ল্যান্স নায়েক নজরুল ইসলাম, সিপাহী সিদ্দিকুর রহমান ও মহিলা সৈনিক জেসমিন চেকপোষ্টের আন্তজার্তিক প্যাসেজ্ঞার টার্মিনাল এলাকায় অবস্থান নেয়।

এ সময় কবির মাতব্বর নামের ওই পাসপোর্টযাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে তার দেহ তল্লাশি করে দশ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, ১০ হাজার মার্কিন ডলারসহ আটক পাসপোর্টযাত্রীকে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি