ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বেনাপোলে ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত : ১৭:৫৬, ২২ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি সদস্যরা। তবে কোন চোরাচালানীকে আটক করতে পারেনি তারা।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, বেনাপোলের গাতিপাড়া জামে মসজিদের পাশের রাস্তা দিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য পাচার হবে।

এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর বিজিবির টহলদল সেখান হতে অভিযান চালালে চোরাচালানীরা বিজিজির উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার মধ্য থেকে ভারতীয় বিপুল পরিমান সিটি গোল্ড চেইন, পন্ডস ফেসওয়াশ, হোয়াইট বিউটি ক্রিম, জুনিয়র হরলিক্স, ডার্ক ফ্যান্টাসি বিস্কুট, কিটকাট চকলেট, দুলহান কেশ কালার পণ্য পাওয়া যায়। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। জব্দকৃত পণ্য বেনাপোল কাষ্টম হাউজের নিলাম শাখায় জমা করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি