ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

শার্শায় অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই

প্রকাশিত : ১৮:২১, ২২ মার্চ ২০১৯ | আপডেট: ২১:৫০, ২২ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলার নাভারনে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকানের প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।

বৃহস্পতিবার সকাল ১০টার সময় নাভারন বাজারে মোরাদ হোসেন মার্কেটে বিভিন্ন কোম্পানির ডিলারশিপ গোডাউনে আগুন লেগে যায়। এসময় যশোর-বেনাপোল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, নাভারন বাজারে শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেনের মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শট সার্কিট কারনে আগুনে সুত্রপাত হয়ে থাকতে পারে। গোডাউনে আগুন লাগার পর মার্কেটের আশে পাশের দোকানদাররা আতংকিত হয়ে নিজ দোকানের মালামাল বের করতে থাকে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ আহত হয়নি।

এ সময় মার্কেটের ৭টি দোকান পুড়ে যায়। মোরাদ হোসেনের নিজের (বিভিন্ন কোম্পানির ডিলারশিপ) গোডাউনে থাকা কয়েক লাখ টাকা মুল্যের মালামাল পুড়ে যায়। প্রথমে স্থানীয় লোক আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে দীর্ঘ এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের কারনে যশোর-বেনাপোল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দু‘পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়।

মার্কেটের মালিক মোরাদ হোসেন জানান, তার গোডাউনে অগ্নিকান্ডে প্রায় ৫০ লাখ টাকার বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি বিদ্যুতের শট সার্কিটের কারণে অগ্নিকান্ডে ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি