ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

জয়পুরহাটে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ১৮:৫০, ২৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার পাঁচবিবি-কামদিয়া সড়কের বিদ্দিগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, তবিবর রহমান (৫৫) ও মাহফুজার রহমান (১৭)। তবিবরের বাড়ি উপজেলার পানিয়াল গ্রামে। মাহফুজার দানেজপুর গ্রামে। তার বাবার নাম সাইফুল ইসলাম।

দুর্ঘটনায় আহত যুবকের নাম রাতুল গোয়ালা (২৩)। তার বাড়ি উপজেলার বালিঘাটা গ্রামে। রাতুলের বাবার নাম ভরৎ গোয়ালা।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, মাহফুজ ও রাতুল মোটরসাইকেলে যাচ্ছিল। বিপরীত দিক থেকে মোটরসাইকেল নিয়ে আসছিলেন তবিবর। দুই মোটরসাইকেল মুখোমুখি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তবিবর মারা যান। গুরুতর আহত অবস্থায় মাহফুজ ও রাতুলকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে মাহফুজ মারা যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতুলকে বগুড়ার শজিমেক হাসপাতালে নেওয়া হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি