ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

শরীয়তপুরে অবাধে বিক্রি হচ্ছে খোলা খাবার (ভিডিও)

প্রকাশিত : ১২:১৮, ২৬ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:৩৪, ২৬ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

শরীয়তপুরে লঞ্চঘাট, খেয়াঘাট, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে রাস্তার পাশে বিক্রি হচ্ছে খোলা খাবার। ধুলা মাছি বসা এসব খাবার খেয়ে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। রাস্তার পাশে খোলা খাবার না খাওয়ার পরামর্শ চিকিৎসকের।

শরীয়তপুরের জাজিরার মঙ্গলমাঝির ঘাট। এই ঘাট দিয়ে পদ্মা নদী পার হয়ে প্রতিদিন হাজার হাজার  মানুষ যায় রাজধানী ঢাকায়।

এই ঘাটে বিভিন্ন হোটেলগুলোতে বিক্রি হয় খোলা খাবার। উপায় নেই দেখে দুর-দুরান্ত থেকে আসা মানুষরা এসব খোলা খাবার খান। মশা-মাছি ও ধুলাবালিযুক্ত খাবার খেয়ে অনেকেই আক্রান্ত হন নানা রোগে।

খাবার ঢেকে রেখে বিক্রি করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন হোটেল মালিক ও কর্মচারীরা।

খোলা খাবারে ডায়রিয়া, আমাশয় ও পেটের পীড়াসহ বিভিণœ রোগে আক্রান্ত হতে পারে বলে জানান চিকিৎসক। এসব খাবার না খাওয়ার পরামর্শ তার।

খাবার বিক্রিতে হোটেল মালিকদের সচেতনতা বৃদ্ধি করাসহ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি