ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

বিজয়নগরে কাভার্ডভ্যানচাপায় নিহত ১

প্রকাশিত : ১০:৫০, ২৭ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ডভ্যানের চাপায় সায়েদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সায়েদুর ওই এলাকার মন্নর আলীর ছেলে বলে জানা গেছে। তিনি স্থানীয় কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের হোস্টেলে বাবুর্চির কাজ করতেন।

এ ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হোস্টেলের খাবার রান্না করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন সায়েদুর। মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান সায়েদুরকে চাপা দিলে ঘটনটস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির জানান, কাভার্ডভ্যানটি জব্দ হয়েছে। তবে চালক ও তার সহযোগী দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি