ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৬

প্রকাশিত : ১৫:৩৬, ২৭ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীসহ দেশের তিনটি জেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দস্যু বাহিনী, মাদককারবারী, সন্ত্রাসী ও ছিনতাইকারী রয়েছে বলে দাবি আইন-শৃঙ্খলা বাহিনীর।

মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রাজধানী ঢাকা, কক্সবাজার ও গাজীপুর জেলায় ‘বন্দুকযুদ্ধের’ এ সব ঘটনা ঘটে। অভিযানে মাদক ও অস্ত্র জব্দ করা হয়।

রাজধানীর মাটিকাটা এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নরসিংদীর ‘শীর্ষ সন্ত্রাসী’ শফিকুল ইসলাম শফিক (২৮) নিহত হয়েছেন।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বলেন, নরসিংদীর অপরাধীদের তালিকায় এক নম্বর আসামি শফিকুল ইসলাম শফিক। তার অবস্থান শনাক্ত করে মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর গ্রেফতার করতে গেলেই সে ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টাগুলি চালালে শফিকুল গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজারের টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) ভারপ্রাপ্ত মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, গোপন সূত্রের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফের খারাংখালী এলাকা দিয়ে নাফ নদী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবির সদস্যরা সন্দেহজনক দুই ব্যক্তিকে দাঁড়ানোর সংকেত দিলে তারা উল্টো বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে পরে ঘটনাস্থল থেকে দুই মাদককারবারীর লাশ ও এক লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ ইলিয়াস (১৮) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. তাহেরের ছেলে ও মো. ফারুক মিয়া বালুখালী ক্যাম্পের মো. ইদ্রিসের ছেলে। নিহতদের লাশ টেকনাফ থানা পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান বিজিবির ভারপ্রাপ্ত মেজর।

এদিকে কক্সবাজারের পেকুয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত হয়েছেন।

বুধবার ভোর রাতে উপজেলার মগনামা ইউনিয়নের লঞ্চঘাটের সামান্য দক্ষিণ দিকে সমুদ্র চ্যানেলের বেড়িবাধে র‌্যাব-৭ এর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে র‌্যাব সদস্যরা নিহতদের জলদস্যু বলে উল্লেখ করেছেন।

এছাড়া গাজীপুরের এরশাদনগর এলাকায় ছিনতাইকারীদের গুলিতে কাওসার (২৫) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাতে এরশাদনগর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কাওসারকে আটক করা হয়। কিন্তু বিষয়টি টের পেয়ে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে কাওসার আহত হলে তাকে ঢামেকে ভর্তি করা হলে সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি