ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে নির্বাচনী প্রচারণা (ভিডিও)

প্রকাশিত : ১৮:৫১, ২৭ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

চতুর্থ দফায় ময়মনসিংহের ১২ উপজেলার ১০টিতে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। একটি উপজেলায় ভোট স্থগিত করেছেন হাইকোর্ট। আর আরেকটির সব পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল অংশ না নেয়ায় লড়াই হবে নৌকার সাথে আওয়ামী লীগের বিদ্রোহী-স্বতন্ত্র প্রার্থীদের।

১০ উপজেলায় চেয়ারম্যান পদে ৩১, ভাইস-চেয়ারম্যান পদে ৭০ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯৬১ কেন্দ্রে ভোটার ২৬ লাখ ১৬ হাজার ৫৩ জন।

এদিকে, নির্বাচনের দিন ঘনিয়ে আসায় প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে জনগণ নৌকাকে জয়ী করবে বলে আশা আওয়ামী লীগ প্রার্থীদের। আর সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ের কথা জানান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা।

প্রচারণায় পিছিয়ে নেই ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও।

এদিকে, এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেয়ার কথা জানান ভোটাররা।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি চলছে বলে জানালেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

১২ উপজেলার একটিতে সবকটি পদে এবং ২ উপজেলায় চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি