ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ (ভিডিও)

প্রকাশিত : ১৪:০১, ২৮ মার্চ ২০১৯ | আপডেট: ১৪:২৯, ২৮ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহগাড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৮ জন নিহত হয়েছে।  আহত হয়েছে ২০ জন। ৩ জনের অবস্থা আশংকাজনক। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার গভীর রাতে মহাসড়কের লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা রিলাক্স পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজার থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রবাসে থাকা মা-মেয়েসহ আটজন নিহত হন। 

সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় বাসের ২০জন যাত্রী আহত হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়েছে।

বাসের চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। বাস ও মাইক্রোবাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

বিস্তারিত ভিডিওতে দেখুন :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি