ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

দশ লাখ টাকার ভারতীয় ইনজেকশনসহ আটক-১

প্রকাশিত : ১৭:০৭, ২৯ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩ শ` ৪৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ইনজেকশনসহ জাহিদ হাসান (১৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার সকালে তাকে আটক করা হয়। আটক জাহিদ হাসান বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের আলী হোসেনের ছেলে।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিকড়ি চারা বটতলা মাঠের মধ্যে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ ইনজেকশন নিয়ে পাচারকারীরা অবস্থান করছে। এমন সময় বিজিবির টহল দল সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ৩শ`৪৭ পিস ভারতীয় ইনজেকশনসহ জাহিদকে আটক করে। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে বিজিবি জানায়।

খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি