ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

পলাশবাড়ীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, স্ত্রী ও শ্বাশুড়ি আটক

প্রকাশিত : ০৮:৫২, ১৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মনিরুল ইসলাম (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মনিরুলের স্ত্রী তন্নী ও শ্বাশুড়ি জাহানারাকে আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে শ্বশুর তারা মিয়া পলাতক রয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের উত্তরঝাপর গ্রামে এ ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মনিরুল ওই ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

ওসি হিপজুর আলম মুন্সি জানান, চার/পাঁচ মাস আগে তন্নীর সঙ্গে মনিরুলের বিয়ে হয়। মঙ্গলবার রাতে মনিরুল উত্তরঝাপর গ্রামে তার শ্বশুর বাড়িতে অবস্থান করছিলো। রাতে শ্বশুর তারা মিয়ার বাড়ির সামনে মনিরুলের গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খরব দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মনিরুলের শ্বশুর বাড়ির লোকজনের দাবি, পারিবারিক কলহের জের ধরে মনিরুল নিজেই নিজের গলাকেটে আত্মহত্যা করেছেন। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি