ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিত : ১৬:৫৩, ১৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেন, যারা মুজিব নগর দিবস পালন করে না, তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর বিশ্বাস নেই।

ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। একাত্তরের এই দিনে কুষ্টিয়া জেলার তৎকালিন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আ¤্রকাননে শপথ নেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রীসভা।

এই সরকারের নেতৃত্বেই দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে একাত্তরের ১৬ই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। বিশেষ এই দিনটিতে বুধবার সকাল ৭টা ২৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ’সময় কিছুক্ষন নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

পরে দলের পক্ষ থেকে সিনিয়র নেতাদের নিয়ে আবারো পুষ্পার্ঘ অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানো শেষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এ’সময় যারা মুজিব নগর দিবস পালন করে না, তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর বিশ্বাস আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

এছাড়া, সরকারের গঠনমূলক সমালোচনা করতে বিএনপিকে সংসদে যোগ দেয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি