ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

বেনাপোল ব্যাংকার্স ফোরামের সভাপতি রকিবুল সম্পাদক হাসান

প্রকাশিত : ১৮:১৬, ১৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে অবস্থিত সকল সরকারি-বেসরকারি ব্যাংকে কর্মরত কর্তাদের নিয়ে বুধবার সকালে সোনালী ব্যাংক বেনাপোল শাখায় বেনাপোল ব্যাংকার্স ফোরাম (বিবিএফ) গঠিত হয়েছে।

১৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন বেনাপোল সোনালী ব্যাংক লিমিটেড এর ম্যানেজার এ আর এম রকিবুল হাসান এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আল আরাফাহ ইসলামী ব্যাংক লি. এর ম্যানেজার মোহাম্মদ আবুল হাসান। ফোরামের কার্যনির্বাহী পরিষদের মেয়াদকাল থাকবে এক বছর।

বেনাপোলস্থ ব্যাংক সমূহের যে সকল ম্যানেজার/শাখা প্রধানগণ কার্যনির্বাহী পরিষদের মনোনীত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি মো. আবুল হোসেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., সাংগঠনিক সম্পাদক এম এম আশিকুজ্জামান,এবি ব্যাংক লিমিটেড, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান, ব্র্যাক ব্যাংক লিমিটেড,দপ্তর সম্পাদক মো. তরিকুল ইসলাম, দি সিটি ব্যাংক লি.।

কার্যনির্বাহী সদস্য হয়েছেন একেএম মোস্তাফিজুর রহমান, জনতা ব্যাংক লিমিটেড, মো. তছির উদ্দীন বিশ্বাস,অগ্রণী ব্যাংক লিমিটেড, মো.শফিকুল হোসেন, স্ট্যান্ডার্স ব্যাংক লিমিটেড, মো. আশরাফুল আলম, সিমান্ত ব্যাংক লিমিটেড, মো. মফিদুল হাসনাত, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, রিপন কুমার বিশ্বাস, পূবালী ব্যাংক লিমিটেড, মো. আমিনুর রহমান, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মো. জোবায়ের হোসেন, আইএফআইসি ব্যাংক লিমিটেড, মো. মোশারেফ হোসেন, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড ও গৌতম কুমার দে, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি