ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রকাশিত : ১০:২১, ১৯ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি ইপসা গেট এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক সন্ত্রাসী বলে দাবি র‌্যাবের। এ ঘটনায় র‌্যাবের দু’জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। র‍্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার রাতে অস্ত্র বেচা-কেনার খবর পেয়ে র‍্যাব-১ এর একটি টহল টিম গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি ইপসা গেট এলাকায় যায়। এ সময় তাদের গাড়িটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থামালে উপস্থিতি টের পেয়ে ৬/৭জন সন্ত্রাসী র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে র‍্যাবও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে যায় এবং ঘটনাস্থলে ওই সন্ত্রাসী গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি