ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

আজ পবিত্র শবে বরাত (ভিডিও)

প্রকাশিত : ১০:৪৯, ২১ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

আজ পবিত্র শবে বরাত। নফল ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে ধর্মপ্রান মুসলমানরা অতিবাহিত করবেন পবিত্র এই রজনী। ইসলামি চিন্তাবিদরা বলছেন, ধরাবাধা কোনো নিয়মে নয়, আল্লাহর নৈকট্য লাভের আশায় যত খুশি নফল ইবাদত করা যাবে এই রাতে। তবে ইবাদতের নামে কোনো বিশৃংখলা সৃষ্টি না করারও পরামর্শ দিয়েছেন তারা।

শবে বরাত বা ভাগ্য রজনী- মুসলমানদের জন্য মহিমান্বিত এক রজনী। বলা হয়, এ রাতে মহান ¯্রষ্টার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। আর তাই, গুনাহ মাফ ও আল¬াহর সন্তুষ্টি লাভের আশায় মুসলমানরা ইবাদত বন্দেগিতে মশগুল থাকেন এই রজনীতে।

পবিত্র এই রাতের কথা মহাগ্রন্থ আল-কোরআনে উল্লেখ না থাকলেও, সিয়া-সিত্তার অন্যতম গ্রন্থ ইবনে মাযা শরিফসহ বেশ কয়েকটি হাদিসে এর নির্দেশনা রয়েছে। এই রাতে নফল নামাজ আদায়, যিকির আযকার, দান খয়রাত ও আপনজনের কবর জিয়ারতের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াতের পরামর্শ দিয়েছেন ইসলামি চিন্তিাবিদরা।  

এদিনের মাহাত্ম যেন শুধু আনুষ্ঠানিকতায় পর্যবসিত না হয়, সেদিকে লক্ষ্য রাখার ওপরও জোর দেন তারা।

উচ্চ শব্দে মাইকে তেলাওয়াত ও আতশবাজি ফোটানো থেকে বিরত থাকারও পরামর্শও ইসলামী চিন্তাবিদদের। 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি