ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

ফনির প্রভাবে এখনো বাধ ভাঙার শঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ১০:৪২, ৬ মে ২০১৯

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বিভিন্ন জেলায় বসত বাড়ি ভেরিবাধ, ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। স্বজন হারিয়ে কেউ নির্বাক আবার অনেকে দিশেহারা এখনো ত্রাণ না পেয়ে। অনেক এলাকায় বাসিন্দারা আছেন বাধ ভেঙ্গে যাবার শঙ্কায়। এরিমধ্যে দুর্গতদের মাধে ত্রাণ সহায়তা দেয়া শুরু হয়েছে।

এই কান্না ঘূর্ণিঝড়ে স্বজন হারানোর। ঝড়ে ঘর চাপা পড়ে মারা গেছে দাদী আর নাতী। 

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী গ্রামের আশপাশে কোন আশ্রয়কেন্দ্র না থাকায় প্রায় প্রতিটি প্রাকৃতিক দুযোগে ঘটছে প্রানহানী। ক্ষতিগ্রস্থদের অভিযোগ এখন পর্যন্ত কোন ত্রাণ সহায়তা পায়নি তারা। 

বরগুনা নিশানবাড়ীয়া ইউনিয়নের নলটোনা গ্রামের আনোয়ারা বেগমের বাড়ির একাংশ বিধ্বস্ত হয়েছে ঘূর্ণিঝড়ে। বাকিটা গেছে ভেরিবাধে ভাঙনে। এই জেলায় বাধভাঙ্গা পানিতে ভেসে অনেকেরই ঘর-বাড়ি।

পানি উন্নয়ন বোর্ডেও তথ্য বলছে, ফনির ছোবলে ১৭ কিলোমিটার ভেরিবাধ ধসে গেছে।  ৪৪ হাজার ৭০ হেক্টর জমির রবিশষ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় প্রশাসন বলছে, এরিমধ্যে ত্রাণ সহায়তা দেয়া শুরু হয়েছে। নেয়া হয়েছে পুনর্বাসনের উদ্যোগ।

ভোলার দক্ষিন দিঘলদী ইউনিয়নের কোড়ালিযা ও বালিয়া গ্রামেই শতাধিক পরিবারই ঞারিয়েছে মাথাগোঁজার ঠাঁই। এখনো তারা আছে খোলা আকাশের নিচে।

যাদের সামর্থ নেই তাদের ঘর  সরকারি খরচে নির্মানের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ।

প্রাকৃতিক এই দুযোগে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে চায় সম্বলহীনেরা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি