ঢাকা, শনিবার   ০১ নভেম্বর ২০২৫

ফরিদপুরে পদ্মার ভাঙ্গনে ৩০মিটার জিওব্যাগের বাঁধ বিলীন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৮, ৩১ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরের চরভদ্রাসনের সদর ইউনিয়নের টিলারচর গ্রামে হঠাৎ করে দেখা দিয়েছে পদ্মা নদীর ভাঙ্গন। গত বুধবার(২৯ অক্টোবর)  ভাঙনে ঐ এলাকার নদী পাড়ে পানি উন্নয়ন বোর্ডের জিওব্যাগের ডাম্পিং করা প্রায় ত্রিশ মিটার বাঁধ ও ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

ভাঙন এলাকা হতে প্রায় ৯০ মিটার দুরে রয়েছে এমপিডাঙ্গী ও জাকেরেরশুরা হয়ে জেলা শহর ফরিদপুরের যাতায়াতের পাকাসড়ক,শতশত বসত বাড়ি ও সরকারী  স্কুল।

এদিকে গত কয়েক সপ্তাহ ধরে পদ্মা নদীর পানি কমতে থাকা অব্যাহত রয়েছে।এরই মধ্যে হঠাৎ করে নদী ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছে নদী পাড়ের মানুষ।

সরজমিনে ভাঙন এলাকায় গিয়ে দেখা যায়, এখানে নদীর তীর রক্ষা স্থায়ী বাঁধের সাথে আপদকালীন সময়ে জিওব্যাগের ডাম্পিং করা বাঁধের বড় একটা অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে।এছাড়া কয়েকটি অংশের মাটিতে ফাটল দেখা দিয়েছে।

ভাঙনের বিষয়ে নদী পারের বসতি শেক মেতালেব(৫৩) জানায়,  বুধবার সকাল থেকে ঐ এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। কিছু সময় পর পর মাটির বড়বড় অংশ পানির নিচে তলিয়ে যাচ্ছে। 

ভাঙনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন জানান ”আমি একজন মুক্তিযোদ্ধার নিকট থেকে ঐ এলাকায় নদী ভাঙনের খবর পেয়েছি। জায়গাটি পরিদর্শন করে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নিতে পানিউন্নয়ন বোর্ডের সাথে কথা বলব।

ভাঙনের বিষয়ে  ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব হোসেন জানান “টিলারচর গ্রামের কয়েকটি পয়েন্টে আপদকালীন ভাঙন রোধে বর্ষা মৌসুমে জিওব্যাগের ডাম্পিং করা হয়েছিল। ভাঙন এলাকা পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। এছাড়া ভাঙন রোধে চরভদ্রাসন উপজেলার কয়েকটি পয়েন্ট মিলে ৩.১৫ কি:মি জায়গায় স্থায়ী বাঁধ নির্মানের একটি প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে রয়েছে বলেও জানান পাউবো এর এই নির্বাহী প্রকৌশলী।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি