ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী আজ (ভিডিও)

প্রকাশিত : ১২:২৬, ৭ মে ২০১৯ | আপডেট: ১২:২৭, ৭ মে ২০১৯

গাজীপুরের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা সদস্য আহসান উল্লাহ মাস্টারের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। শাহাদাৎ বার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে গাজীপুরবাসী। তবে ১৫ বছরেও খুনীদের বিচার না হওয়ায় হতাশ তারা। তাদের দাবি, জনপ্রিয় এ নেতা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি।

গাজীপুরের জনপ্রিয় নেতা আহসান উল¬াহ মাস্টার। ২০০৪ সালের ৭ মে তৎকালীন বিএনপি জোট সরকারের সময় টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমিক সমাবেশ চলাকালে একদল চিহ্নিত সন্ত্রাসীর গুলিতে নিহত হন তিনি। হত্যাকান্ডের ১৫ বছরেও হয়নি খুনীদের বিচার।

২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার আইনে হত্যা মামলাটির রায় হয়। এতে ৩০ আসামীর মধ্যে ২জনকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলার প্রধান আসামী বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ অপর ২২ জনকে ফাঁসির আদেশ ও ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। ওই রায়ের বিরুদ্ধে আসামীপক্ষ আপিল করলে, ২০১৬ সালে পুনরায় ২৮জন আসামির মধ্যে ৬জনকে ফাঁসি, ৭জনকে যাবজ্জীবন এবং ১৫ জনকে খালাস দেয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে বাদী পক্ষ আপিল করলে তা এখনো বিচারাধীন। এ নিয়ে হতাশ নিহতের পরিবার ও স্বজনরা।

কালক্ষেপন নয়, জনপ্রিয় নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যার দ্রুত বিচার চান গাজীপুরবাসী।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি