ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

সরকারি পাটকলগুলোতে  ধর্মঘট (ভিডিও )

প্রকাশিত : ১৯:২৪, ৮ মে ২০১৯

Ekushey Television Ltd.

বকেয়া বেতন-ভাতার দাবিতে সরকারি পাটকলগুলোতে চলছে ধর্মঘট। তৃতীয় দিনের মতো উৎপাদন বন্ধ রেখেছে শ্রমিকরা। বিকেলে রাজপথ-রেলপথ অবরোধ কমসূচি পালন করে তারা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। খুলনা

৩ মাস ধরে মজুরি ও অন্যান্য ভাতা পাচ্ছেন না খুলনাঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, ষ্টার, দৌলতপুর, খালিশপুরসহ ৯টি সরকারি পাটকলের শ্রমিকরা। পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের।

এর আগে মার্চ ও এপ্রিল মাসে দু দফায় আন্দোলন করলে বকেয়া পরিশোধের আশ্বাস দেয়া হয়। কিন্তু বাস্তবায়ন না হওয়ায় আবারো আন্দোলনে নামতে হয়েছে শ্রমিকদের।

এদিকে একই দাবিতে সকাল থেকেই ডেমরার করিম এবং লতিফ বাওয়ানী জুট মিলের কয়েক হাজার শ্রমিক আদমজী -ডেমরা –ঢাকা সড়ক অবরোধ করে রাখে। শ্রমিকদের বাধার কারনে কোন কর্মকর্তা মিলে প্রবেশ করতে পারেনি।

আন্দোলনরত শ্রমিকরা বলছেন, আলোচনার মাধ্যমে সমাধান না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি