ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গায় বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপিত 

প্রকাশিত : ১৯:৪২, ৮ মে ২০১৯

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় উৎসবমূখর পরিবেশে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে  বুধবার সকালে রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিলো, সকাল ৯টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও  আলোচনা সভা।

চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সেক্রেটারী ফজলুর রহমান, কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম শাহান, অ্যাড. শফিকুল ইসলাম, শিক্ষক অশোক কুমার অধিকারী, যুব প্রধান জাহাঙ্গীর আলম ও যুব সদস্য মাহমুদ আল জান্নাত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শেখ সামসুল আবেদীন খোকন বলেন, রেডক্রস ও রেডক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্টের ১৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এই আয়োজন। মানবতার সেবাই তিনি যে পথ দেখিয়ে গেছেন তা বিশ্বের সকল দেশ এক সাথে তা পালন করছে। তাঁর আদর্শের পথ ধরে আমরা মানব কল্যাণে নিজেদের এগিয়ে  নিয়ে যাবো। এই হোক আজকের দিনের শপথ।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি