ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

গাংনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রকাশিত : ০৮:৫২, ১১ মে ২০১৯ | আপডেট: ০৯:১৫, ১১ মে ২০১৯

Ekushey Television Ltd.

মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইয়াকুব আলী কাজল (২৬) নামে এক ধর্ষণ মামলার আসামি নিহত হয়েছেন। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের গাঁড়াডোব মাঠে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় তৈরি রামদা উদ্ধার করেছে পুলিশ।

নিহত কাজল উপজেলার ধানখোলা ইউনিয়নের গাঁড়াডোব গ্রামের জালাল উদ্দীন ওরফে হাবুর ছেলে। স্কুলছাত্রী ধর্ষণ ও গৃহবধূকে এসিড নিক্ষেপ মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, প্রেমে ব্যর্থ হয়ে গত বৃহস্পতিবার বিকেলে রামকৃঞ্চপুর ধলা গ্রামের এক গৃহবধূকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় কাজল। এরপর গতকাল শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাথুলী ইউনিয়নের ধলা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। পরে শুক্রবার রাতে তাকে দিয়ে ইউনিয়নের গাঁড়াডোব এলাকার একটি বাঁশবাগানে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি