ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

বেনাপোলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত : ১৬:৩৯, ১২ মে ২০১৯ | আপডেট: ১৭:২৫, ১২ মে ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্ত থেকে মোহাম্মদ হোসেন (৪৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

শনিবার দুপুরে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোহাম্মদ হোসেন ওই গ্রামের মৃত. ইয়াকুব আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে জানা যায়, নারী ও শিশু আদালতের এক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ হোসেন গোপনে এলাকায় অবস্থান করছে এমন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বেনাপোল পোর্ট থানার এসআই কাজী এহসানুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হোসেনকে শনিবার বিকালেই যশোর আদালতে পাঠানো হয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি