ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

বেনাপোলে অবৈধ পথে ভারত যাওয়ার সময় আটক ১২

প্রকাশিত : ২০:০৭, ১৭ মে ২০১৯

Ekushey Television Ltd.

বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ১২ জন নারী পুরুষকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে চার জন নারী ও আট জন পুরুষ রয়েছে।

শুক্রবার সকালে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া এমপি’র মোড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়। এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। আটককৃতদের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ এলাকায়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেশ কিছু নারী পুরুষ অবৈধ পথে ভারতে যাওয়ার জন্য বড়আঁচড়া এমপি’র মোড় নামকস্থানে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১২ জন নারী পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি