ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

মাটিরাঙ্গায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

প্রকাশিত : ১৪:২৩, ১৯ মে ২০১৯

Ekushey Television Ltd.

খাগড়াছড়িতে বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন একই পরিবারের তিনজন। আজ রোববার ভোর ৪টার দিকে মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, আব্দুল খালেকের স্ত্রী আয়েশা বিবি (৫০) ও ছেলে মো. মমিন (২০)। এ সময় আয়েশা বিবির মেয়ে আলিয়া বেগম (৩০) ও ছেলে আরাফাত হোসেন আহত হয়েছে। পৃথক ঘটনায় বেলতলী ইউনিয়নের খেদাছড়ার রাজিয়া খাতুন (৫৫) আহত হয়েছে। আহতদের মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ভোরে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এ সময় বজ্রাঘাতে বাড়ির ভেতর থাকা একই পরিবারের চারজনের হতাহতের খবর শুনে স্থানীয়রা আহত ভাই-বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনাস্থল থেকে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

আই//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি