ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

লোহাগড়ায় বজ্রপাতে বক্ল নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ২৩:১২, ১৯ মে ২০১৯

Ekushey Television Ltd.

নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামে মধুমতি নদীর তীরে বজ্রপাতে এক বক্ল নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। তার নাম আতিয়ার ঢালী (৫০) । আতিয়ার খুলনার কয়রা উপজেলার ভান্ডারপোল গ্রামের দেলবার ঢালীর ছেলে। রোববার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

তিনি গত ১২ মে বাড়ি থেকে ঘাঘা গ্রামে আসেন এবং পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়নে ঘাঘা এলাকায় মধুমতি নদীর ভাঙ্গন প্রতিরোধে ব্লক তৈরির কাজ শুরু করেন। তার সঙ্গে খুলনার কয়রা এলাকার আরও ২০ জন শ্রমিক ব্লক তৈরির কাজ করছিলেন। এ ঘটনায় সহকর্মীদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্ট ঠিকাদারের অধীনে ব্লক তৈরির কাজ করছিলেন আতিয়ার। 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নড়াইলের কার্যসহকারী কাজী অসিম আমিন বলেন, গত ১২ মে আতিয়ার ঢালী বাড়ি থেকে এসে ব্লক তৈরির কাজ শুরু করেন। রোববার বিকেলেই আমার সঙ্গে কথা প্রসঙ্গে (আতিয়ার) বলছিলেন, ২৭ রমজানে  পরিবারের সঙ্গে ঈদ করার জন্য বাড়ি যাবেন। কিন্তু কিছু সময়ের মধ্যেই সেই স্বপ্নের মৃত্যু হলো। পরিবার-পরিজনের সঙ্গে তার ঈদ আনন্দ ভাগাভাগি করা হলো না তার।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি