ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

বেনাপোলে ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার

প্রকাশিত : ১৭:২৩, ২০ মে ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রাম থেকে মাদক কারবারীদের ফেলে যাওয়া ৩৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে এই মাদক উদ্ধার করে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জন মাদক চোরাচালানীর নামে মামলা হয়েছে পোর্ট থানায়।

বেনাপোল পোর্ট থানার উপ পরিদর্শক (তদন্ত) সৈয়দ আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারত থেকে একটি মাদকের চালান নিয়ে চোরাচালানীরা যশোরে নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার পিন্টু লাল দাস, এস আই কাজী এহসানুল হকসহ একদল পুলিশ বাহাদুরপুর গ্রামে অভিযান চালালে মাদক চোরাচালানীরা পুলিশের উপস্থিত টের পেয়ে ১৪টি প্লাস্টিকের জালি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা খুলে তার মধ্যে ৩৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বেনাপোল পোর্ট থানায় নিয়ে আসা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা। পরে এসব মাদকের মালিকের নাম পরিচয় পাওয়ার পর ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলেন,বাহাদুরপুর গ্রামের কালু বিশ্বাসের ছেলে আনিছুর রহমান (২৭), একই গ্রামের মধু মোল্লার ছেলে জামশেদ আলী (৩৫), ও জেলে পাড়া গ্রামের কামরুল ইসলামের ছেলে বড় খোকা (৪২)। আসামীদের আটকে অভিযান চলছে বলে জানান ওসি তদন্ত।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি