ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহে নদী থেকে ২ শিশুর ভাসমান লাশ উদ্ধার

প্রকাশিত : ০৯:০৮, ২১ মে ২০১৯

Ekushey Television Ltd.

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সুকাইজুড়ি নদী থেকে অজ্ঞাত পরিচয়ে দুই শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে ওই দুই শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বিকালে উপজেলার রাজগাতি ইউনিয়নের উলুহাটি গ্রামের সুকাইজুড়ি নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, সুকাইজুড়ি নদীতে অজ্ঞাত দুই শিশুর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে ওই শিশু দুটির লাশ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, অবৈধ গর্ভপাতের পর ওই দুই শিশুকে কেউ নদীতে ফেলে রেখে যেতে পারে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি