ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

গ্রিন লাইন কর্তৃপক্ষকে ছাড় নয়: হাইকোর্ট

প্রকাশিত : ১৩:৫২, ২২ মে ২০১৯

Ekushey Television Ltd.

পা হারনো রাসেলকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে নির্দেশের পরও গ্রিন লাইন কর্তৃপক্ষের আচরণ নেতিবাচক। তবে এ ব্যাপারে কোনও ছাড় দেওয়া হবে না জানিয়ে আগামী ২৫ জুন পরবর্তী আদেশের তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বুধবার এ বিষয়ে আদেশ দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ।

গ্রিন লাইন কর্তৃপক্ষ গত ১০ এপ্রিল রাসেল সরকারকে পাঁচ লাখ টাকার চেক দেয় । একই সঙ্গে বাকি ৪৫ লাখ টাকা দিতে ২২ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আদালত।

উল্লেখ্য, গত বছরের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেট কার চালকের ওপর দিয়েই বাস চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কার চালক রাসেল সরকারের (২৩) বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি