ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

বাগেরহাটে সড়ক পথে চাঁদাবাজী বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১৮:১৩, ২২ মে ২০১৯

Ekushey Television Ltd.

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক,লরী ও কাভার্ডভ্যানের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মালিক সমিতি। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে জেলা ট্রাক, লরী ও কাভার্ডভ্যান মালিক সমিতি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাগেরহাট জেলা ট্রাক, লরী ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি কাজী আবুল হাসান। এসময় ট্রাক মালিক ফরহাদ হোসেন, শেখ জাকির হোসেন, ইউনুস হোসেন তালুকদার, মজনু সাহেব, বিপুল দাস, আব্দুল খালেক, আব্দুল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে কাজী আবুল হাসান বলেন, ট্রাক, লরী ও কাভার্ডভ্যান রাস্তায় বের হলেই খুলনা শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা দিতে হয়। খুলনা শ্রমিক ইউনিয়নের সভাপতি রহিম বক্স দুদু মিয়া ও সাধারণ সম্পাদক সরো কাজীর নামে তাদের ভাড়াটে লোকজন এ চাঁদা টাকা তোলেন। চাঁদা নিয়ে তারা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। আর আমরা ট্রাক লরি ও কাভার্ডভ্যান মালিকরা অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাচ্ছি। আমরা সরকারের কাছে অতিদ্রুত এই চাঁদাবাজি বন্ধের দাবি জানাই।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি