ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

মেঘনায় দেখা নেই ইলিশের (ভিডিও)

প্রকাশিত : ১০:৪৭, ২৩ মে ২০১৯ | আপডেট: ১১:০৭, ২৩ মে ২০১৯

Ekushey Television Ltd.

চাঁদপুরের মেঘনা নদীতে দুই মাস জাটকা রক্ষা কার্যক্রম শেষে নদীতে নেমে কাঙ্খিত ইলিশ পাচ্ছেন না জেলেরা। তবে এখন নদীর পানি ঘোলা থাকায় ইলিশ কম ধরা পড়ছে জানালেন মৎস্য কর্মকর্তা। ২০ থেকে ২৫ দিন পরই কাঙ্খিত ইলিশ পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

মার্চ-এপ্রিল দুই মাস নিষেধাজ্ঞা শেষে এখন নদীতে নেমেছেন জেলেরা। তবে কাঙ্খিত পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে না।

আড়ৎদাররা বলছেন, নিষেধাজ্ঞা শেষে প্রত্যাশা অনুযায়ী মাছ না পেয়ে হতাশ তারা।

এদিকে মৎস্য কর্মকর্তা বলছেন, ইলিশ বড় হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার কারণে এখন ইলিশ পাওয়া যাচ্ছে না। তবে খুব শিগগিরই ইলিশ পাওয়া যাবে বলেও জানান তিনি।

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ধারণা, চলতি বছর নতুন করে ৩৬ হাজার কোটি জাটকা ইলিশ যুক্ত হয়েছে। চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় ৫১ হাজার ১শ ৮৯ জন জেলে রয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি