ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

শার্শায় সরকারি উদ্যোগে ধান ক্রয় শুরু

প্রকাশিত : ২০:৩২, ২৭ মে ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলার নাভারন খাদ্যগুদামে সোমবার দুপুরে প্রান্তিক চাষীদের কাছ থেকে সরকার নির্ধারিত দামে প্রতি কেজি ২৬ টাকা দরে বোরো ধান সংগহ করা শুরু হয়েছে। যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রান্তিক চাষীদের কাছ থেকে বোরো ধান ক্রয়ের উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, উপজেলা খাদ্য কর্মকর্তা ইন্দ্রজিৎ, নাভারণ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারূজ্জামান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীলসহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক চাষীরা।

প্রান্তিক চাষীরা জানান, সরকার এভাবে বোরো ধান কিনলে আমাদের জমিতে ধান চাষে আরও আগ্রহ বেড়ে যাবে। শেখ হাসিনা সরকার চাষীদের প্রতি এভাবে নজর দিলে চাষীরা জমি চাষে আর লোকসানে পড়বে না।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি