ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বেনাপোলে ভারতীয় রুপি-ডলারসহ আটক ১

প্রকাশিত : ২২:৫৫, ২৭ মে ২০১৯

Ekushey Television Ltd.

যশোর-বেনাপোল সড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে অভিযান চালিয়ে ভারতীয় রুপি, মার্কিন ডলার, মালয়েশিয়ান রিংগিত এবং আটটি মোবাইলসহ এস এম এরশাদ (২৮) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

রোববার দুপুরে তাকে আটক করা হয়। আটক এম এ এরশাদ ঢাকার দক্ষিণগাঁও, বাসাবো, সবুজবাগ এলাকার মৃত. এম এ সামাদের ছেলে।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী বিজিবি চেকপোষ্টে কলকাতা-ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তল্লাশি করে এরশাদের ব্যাগের মধ্যে ৬ লাখ ৬১ হাজার ১২০ ভারতীয় রুপি, ৪৫০ মার্কিন ডলার, ১৯০ মালয়েশিয়ান রিংগিত এবং ৮টি মোবাইল পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১০ লাখ ৭৫ হাজার ৪৮৯ টাকা।

আটককৃত হুন্ডির টাকাসহ আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি