ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

প্রতিবন্ধী শিশুদের জন্য আলাদা চিকিৎসাকেন্দ্র (ভিডিও)

প্রকাশিত : ১০:৪৯, ২৮ মে ২০১৯ | আপডেট: ১১:০৮, ২৮ মে ২০১৯

Ekushey Television Ltd.

প্রতিবন্ধী শিশুদের জন্য আলাদা চিকিৎসাকেন্দ্র খুলেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। শিশু বিকাশ কেন্দ্র নামে এই বিশেষায়িত সেবাকেন্দ্রে সুবিধা পাচ্ছে উত্তরাঞ্চলের ১৬ জেলার প্রতিবন্ধী শিশুরা।

প্রতিবন্ধি শিশুদের জন্য ব্যতিক্রমী ও অপরিহার্য এক উদ্যোগ নিয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। নামমাত্র খরচে চিকিৎসা সুবিধা পাচ্ছে উত্তরাঞ্চলের ৫০ হাজারেরও বেশি শারিরীক ও মানসিক প্রতিবন্ধী শিশু।

মাত্র দশ টাকার টিকেট কেটে এই কেন্দ্রে চিকিৎসা নিতে পারে প্রতিবন্ধী শিশুরা। একজন শিশু বিশেষজ্ঞ, একজন মনোরোগ বিশেষজ্ঞ, একজন ফিজিওথেরাপিষ্টসহ ৫ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ টীম কাজ করছে এই কেন্দ্রে। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে ভীড় করছে মানুষ।

সঠিক ও উন্নত চিকিৎসার মাধ্যমে রোগীদের পুরোপুরি সুস্থ করা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

 এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি