ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সুন্দরবনের হরিণের মাংসসহ আটক ১

প্রকাশিত : ১৬:৫৬, ২৮ মে ২০১৯

Ekushey Television Ltd.

সুন্দরবন থেকে আট কেজি হরিণের মাংসসহ বাদশা শিকদার নামের একজনকে আটক করেছে বনবিভাগ। সোমবার রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা নদী এলাকা থেকে বাদশাকে আটক করা হয়।

এসময় বাদশার সহযোগি দু’জন পালিয়ে যায়। বাদশা শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি এলাকাল আবুল হাশেম শিকদারের ছেলে।

শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক জয়নাল আবেদিন বলেন, একটি চোরা শিকারী গ্রুপ সুন্দরবন থেকে হরিণ শিকার করে ফিরছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোলা নদী এলাকায় তিনজনকে চ্যালেঞ্জ করে বন বিভাগ। এসময় দু’জন পালিয়ে যায়। বাদশাকে ব্যাগ তল্লাশি করে আট কেজি হরিণের মাংস পাওয়া যায়। আটক বাদশাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি